পেরু স্রোত বা হামবোল্ড স্রোত
পেরু স্রোত বা হামবোল্ড স্রোত
প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশের একটি উল্লেখযােগ্য শীতল স্রোতের নাম পেরু স্রোত বা হামবোল্ড স্রোত । পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণ মহাসাগর থেকে একটি শীতল স্রোত উৎপন্ন হয়ে পূর্বদিকে প্রবাহিত হয় । এবং শেষে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বাধা পেয়ে উত্তরদিকে বেঁকে যায় । স্রোতটি উত্তরদিকে যেতে যেতে চিলি পেরিয়ে পেরুর উপকূল পর্যন্ত পৌঁছে যায় । এরই নাম পেরু স্রোত বা হামবোল্ড স্রোত । এই শীতল স্রোতটির প্রভাবেই পেরুর উপকূলে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন জন্মায় এবং এলাকাটি মৎস্যক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ।