ভূগোল

কুরোশিও স্রোত

কুরোশিও স্রোত

এটি প্রশান্ত মহাসাগরের উত্তরাংশের একটি গুরুত্বপূর্ণ উষ্ণ স্রোত । দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে পশ্চিমগামী উত্তর নিরক্ষীয় স্রোত সৃষ্টি হয় । স্রোতটি পশ্চিমদিকে যেতে যেতে এশিয়ার পূর্ব ভাগে , বিশেষত ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে বাধা পেয়ে উত্তরদিকে বেঁকে যায় । এখানে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা এসে এই স্রোতটির সঙ্গে মিলিত হয় এবং তারপর ওই মিলিত স্রোত উত্তরাভিমুখী হয়ে পূর্ব জাপানের উপকূল বরাবর প্রবাহিত হয় । এই স্রোতটিরই নাম জাপান স্রোত বা কুরোশিও স্রোত । এর পর জাপানের পূর্ব উপকূল থেকে স্রোতটি পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!