ভূগোল

বেঙ্গুয়েলা স্রোত

বেঙ্গুয়েলা স্রোত

দক্ষিণ মহাসাগর থেকে যেসব শীতল স্রোত আটলান্টিকে প্রবাহিত হয় সেগুলির মধ্যে বেঙ্গুয়েলা স্রোত অন্যতম । দক্ষিণ মহাসাগরের শীতল কুমেরু স্রোত আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্ত দিয়ে পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্বদিকে প্রবাহিত হয় এবং শেষে আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূলে বাধা পেয়ে উত্তর দিকে বেঁকে যায় । আফ্রিকার পশ্চিম উপকূল ধরে প্রবাহিত এই শীতল স্রোতটিরই নাম বেঙ্গুয়েলা স্রোত । স্রোতটি অবশেষে তারও উত্তর দিকে প্রবাহিত হয়ে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে যায় । বেঙ্গুয়েলা স্রোতের দৈনিক গতিবেগ গড়ে ১৮ কিমি । উৎসস্থল ও প্রবাহ বৈশিষ্ট্যের দিক থেকে এই স্রোতটির সঙ্গে প্রশান্ত মহাসাগরের পেরু স্রোত বা হামবােল্ড স্রোতের যথেষ্ট মিল লক্ষ করা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!