ভূগোল

জোয়ার ভাটার টান কী

জোয়ার ভাটার টান কী 

জোয়ার ভাটার স্রোতকে বলে জোয়ার ভাটার টান । প্রধানত চন্দ্রের আকর্ষণে জোয়ার-ভাটা হলেও জোয়ার ভাটার স্রোত বা টান সৃষ্টিতে পৃথিবীর আবর্তন গতির ভূমিকাই মুখ্য । পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপর পশ্চিমদিক থেকে পূর্বদিকে আবর্তন করে বলে জোয়ারের টান পূর্বদিক থেকে পশ্চিমদিকে প্রবাহিত হয় এবং ভাটার টান প্রবাহিত হয় ঠিক তার বিপরীতে অর্থাৎ পশ্চিমদিক থেকে পূর্বদিকে । তবে এই অবস্থা সাধারণত উন্মুক্ত সমুদ্রেই সুস্পষ্ট লক্ষ করা যায় । নদনদী , উপহ্রদ প্রভৃতির ক্ষেত্রে জোয়ার ভাটার স্রোত বা টান কোনাে নির্দিষ্ট দিক অনুসারে ঘটে না । সমুদ্রের সঙ্গে এগুলির যেদিকে সংযােগ থাকে বা নদনদী যেদিকে প্রবাহিত হয় , সেই দিকে ভাটার টান এবং বিপরীত দিকে জোয়ারের টান সৃষ্টি হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!