ভূগোল

সিজিগি কী

সিজিগি কী

পৃথিবী , চাঁদ ও সূর্য যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে ‘ সিজিগি ’ বলে । এই অবস্থান দুধরনের হয়— 

( ১ ) চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে থাকলে তাকে সংযােগ অবস্থান বলা হয় । এই দিন অমাবস্যা হয় । 

( ২ ) চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী থাকলে তাকে প্রতিযােগ অবস্থান বলা হয় । এই দিন পূর্ণিমা হয় । 

সিজিগি অবস্থানে জোয়ার প্রবল হয় অর্থাৎ অমাবস্যা ও পূর্ণিমা এই দু-দিনে তেজ কোটাল বা ভরা কোটাল হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!