ভূগোল

উষ্ণ প্রতীপ ঘূর্ণবাত ও শীতল প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য

Contents

উষ্ণ প্রতীপ ঘূর্ণবাত ও শীতল প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য

অবস্থান

উষ্ণ প্রতীপ ঘূর্ণবাত : 25° থেকে 35° অক্ষরেখার মধ্যে বিস্তৃত উপক্ৰান্তীয় উচ্চচাপ অঞ্চলে উ‌ষ্ণ প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয় ।

শীতল প্রতীপ ঘূর্ণবাত : উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে বিশেষত হিমমণ্ডলে শীতল প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয় ।

উৎপত্তি 

উষ্ণ প্রতীপ ঘূর্ণবাত : নিরক্ষীয় ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু উপক্ৰান্তীয় উচ্চচাপ অঞ্চলে নিমজ্জিত হয় । ফলে এই অঞ্চলে বায়ুর চাপ বাড়ে । বায়ুর চাপীয় ঢাল অনুযায়ী উপক্ৰান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ ও মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় ।

শীতল প্রতীপ ঘূর্ণবাত : হিমমণ্ডলে ও শীতল নাতিশীতাে‌ষ্ণমণ্ডলে অত্যধিক শৈত্যের জন্য অথবা শীতকালে শৈত্যের পরিমাণ বৃদ্ধি পেলে ওই অঞ্চলে উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হয় । উচ্চচাপ অঞ্চলের শীতল ও ভারী বায়ু বায়ুর চাপীয় ঢাল অনুযায়ী নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় ।

বায়ুর গতিবেগ 

উষ্ণ প্রতীপ ঘূর্ণবাত : উ‌ষ্ণ প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে বায়ুর গতিবেগ ধীর ।

শীতল প্রতীপ ঘূর্ণবাত : শীতল প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে বাতাসের গতিবেগ অপেক্ষাকৃত দ্রুত ।

বিস্তৃতি 

উষ্ণ প্রতীপ ঘূর্ণবাত : উ‌ষ্ণ প্রতীপ ঘূর্ণবাত পৃথিবীর বিশাল অংশ জুড়ে বিস্তৃত ।

শীতল প্রতীপ ঘূর্ণবাত : শীতল প্রতীপ ঘূর্ণবাতের বিস্তার অপেক্ষাকৃত কম ।

নিরবচ্ছিন্নতা 

উষ্ণ প্রতীপ ঘূর্ণবাত : উ‌ষ্ণ প্রতীপ ঘূর্ণবাত নিরবচ্ছিন্নভাবে কয়েক সপ্তাহ বা কয়েক মাস প্রবাহিত হতে দেখা যায় ।

শীতল প্রতীপ ঘূর্ণবাত : শীতল প্রতীপ ঘূর্ণবাত প্রবাহের ধারাবাহিকতা অপেক্ষাকৃত কম ।

তীব্রতা

উষ্ণ প্রতীপ ঘূর্ণবাত : উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণ প্রতীপ ঘূর্ণবাতের তীব্রতা বাড়তে থাকে ।

শীতল প্রতীপ ঘূর্ণবাত : উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতল প্রতীপ ঘূর্ণবাতের তীব্রতা কমতে থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!