ভূগোল

ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র

Contents

ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র

images 6
ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র

ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্রকে চারটি পর্যায়ে ভাগ করা যায় । এদের সম্বন্ধে নীচে আলােচনা করা হল 一

প্রারম্ভিক পর্যায় ( Initial Stage ) 

এই পর্যায়ে হাজার হাজার বর্গ কিমি জুড়ে সমুদ্রের ওপর পরিবর্তনশীল বাতাস এলােমেলাে ভাবে প্রবাহিত হয় ও বজ্রবিদ্যুৎসহ ব্যাপক বৃষ্টিপাত ঘটায় । বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বায়ুর চাপ ধীরে ধীরে হ্রাস পায় । বাতাস ক্রমাগত আবর্তিত হয়ে একটি ঘূর্ণি ( vortex ) সৃষ্টি করে ও অবশেষে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় । 

বিকাশশীল পর্যায় ( Developing Stage )  

এই পর্যায়ে বায়ুর চাপ ক্রমশ কমতে থাকে ; বাতাসের গতিবেগ বেড়ে যায় । ঝড়ের চক্ষুকে কেন্দ্র করে বাতাস আবর্তিত হতে থাকে ও ঘূর্ণবাত অগ্রসর হতে থাকে । বিশাল অঞ্চল জুড়ে আকাশ কালাে মেঘে ঢেকে যায় ও মুষল ধারে বৃষ্টি হয় । কোনাে কোনাে সময়ে ঘূর্ণবাত ভেঙে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র ঘূর্ণবাতের সৃষ্টি হয় । তাদের মধ্যে একটি ঘূর্ণবাত ক্রমশ বড় হয়ে বিধ্বংসী শক্তিশালী ঘূর্ণবাতে পরিণত হয় ।

পরিণত পর্যায় ( Mature Stage )  

এই পর্যায়ে ঘূর্ণিঝড় প্রবল আকার ধারণ করে । একে চারটি বৃত্তীয় বলয়ে ভাগ করা যায়— 

( i ) ১০-২০ কিমি ব্যাসযুক্ত কেন্দ্র অঞ্চল । এই অংশে মৃদুমন্দ বাতাস বয় ও আকাশ পরিষ্কার থাকে । 

( ii ) এর পরবর্তী অংশে আছে বিক্ষুদ্ধ বলয় , যার ব্যাস ৫০-১৫০ কিমি । এই অংশে বায়ুর চাপঢাল খাড়া হয় , বাতাসের বেগ বেশি থাকেও প্রবল বৃষ্টি হয় । 

( iii ) বহিঃস্থ ঝঞ্ঝাবিক্ষুব্ধ বলয়ে বাতাস প্রবলতম বেগে প্রবাহিত হয় এবং 

( iv ) সর্ববহিস্থ বলয়ে দুর্বল ঘূর্ণিবায়ু প্রবাহিত হয় ।

সমাপ্ত পর্যায় ( Dissipating Stage ) 

শক্তিশালী ঘূর্ণবাত স্থলভাগে প্রবেশ করার পর স্তিমিত হয়ে আসে । ভূপৃষ্ঠে ঘর্ষণজনিত বাধা ও সমুদ্র থেকে জলীয় বাষ্পের সরবরাহ জনিত ঘাটতির ফলে ঘূর্ণবাতের শক্তি উল্লেখযােগ্য ভাবে হ্রাস পায় । বৃষ্টিপাতের পরিমাণ কমে আসে। দু-এক পশলা ভারী বৃষ্টি হয় । বায়ুপ্রবাহ দুর্বল হতে থাকে ও কেন্দ্রের নিম্নচাপ ক্রমাগত উচ্চ চাপে পরিণত হয় ও অবশেষে ঘূর্ণবাতের বিনাশ ঘটে ।

One thought on “ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!