ভূগোল

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য

কোনাে নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উ‌ষ্ণতা , চাপ , বায়ুপ্রবাহ , আর্দ্রতা , আকাশে মেঘের অবস্থা , বৃষ্টিপাতের পরিমাণ প্রভৃতি উপাদানের গড় অবস্থাকে আবহাওয়া বলে । কোনাে বিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে । সুতরাং , আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য হল :

আবহাওয়া 

[ ১ ] আবহাওয়া হল বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা , যা বায়ুমণ্ডলের কতকগুলি উপাদানের ওপর নির্ভরশীল । 

[ ২ ] আবহাওয়া স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলের অবস্থা সূচিত করে ।

জলবায়ু 

[ ১ ] জলবায়ু হল আবহাওয়ার বৈশিষ্ট্য সমূহের দীর্ঘকালীন ( কমপক্ষে ৩৫ বছরের ) গড় অবস্থা । 

[ ২ ] জলবায়ু বিস্তৃত অঞ্চলের বায়ুমণ্ডলের গড় অবস্থার পরিচয় দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!