ভূগোল

বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে

বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে

index 16
বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে

জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং প্রসারিত ও শীতল হয় । এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় । পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত বা অনুবাত ঢালে পৌঁছােয় , তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায় । এছাড়া , পর্বত অতিক্রম করে ওই বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপর থেকে নীচে নামে বলে উষ্ণতা বৃদ্ধি পায় এবং এর ফলে নতুন করে ওই বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায় । এজন্য পর্বতের বিপরীত পাশে বা অনুবাত ঢালে এবং সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত খুব কম হয় । এই স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে । উদাহরণ – পশ্চিমঘাট পর্বতশ্রেণীর পূর্ব ঢাল এবং সন্নিহিত এলাকা এই ধরনের বৃষ্টিচ্ছায় অঞ্চল ।

One thought on “বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে

  • Sneha singh

    Thank you so much for the answer.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!