বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে
বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে

জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং প্রসারিত ও শীতল হয় । এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় । পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত বা অনুবাত ঢালে পৌঁছােয় , তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায় । এছাড়া , পর্বত অতিক্রম করে ওই বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপর থেকে নীচে নামে বলে উষ্ণতা বৃদ্ধি পায় এবং এর ফলে নতুন করে ওই বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায় । এজন্য পর্বতের বিপরীত পাশে বা অনুবাত ঢালে এবং সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত খুব কম হয় । এই স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে । উদাহরণ – পশ্চিমঘাট পর্বতশ্রেণীর পূর্ব ঢাল এবং সন্নিহিত এলাকা এই ধরনের বৃষ্টিচ্ছায় অঞ্চল ।
Thank you so much for the answer.