ভূগোল

জেট স্ট্রিম কি

জেট স্ট্রিম কি

index 15
জেট স্ট্রিম কি

এটি উর্ধ্বাকাশের প্রবল গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহ । ১৯৪০ -এর দশকে এই বায়ুপ্রবাহটির কথা জানা যায় । উর্ধ্বাকাশে ২০ হাজার থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় ঘণ্টায় প্রায় ২০০ থেকে ৩০০ মাইল বেগে জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়ে চলেছে । জেট স্ট্রিমের উৎস ও গতি প্রকৃতি সম্পর্কে যেটুকু তথ্য পাওয়া গেছে তা থেকে জানা যায় যে , ৩০° থেকে ৩৫° অক্ষাংশের মধ্যে এই বায়ুটি পৃথিবীকে বেষ্টন করে প্রবল বেগে প্রবাহিত হয় । বর্তমানে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে , জেট স্ট্রিম ঊর্ধ্বাকাশের বায়ু হলেও ভূপৃষ্ঠের বায়ুপ্রবাহ এবং আবহাওয়া ও জলবায়ু নির্ধারণে এই বায়ুপ্রবাহের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!