গর্জনশীল চল্লিশা কাকে বলে
গর্জনশীল চল্লিশা কাকে বলে

একটি উল্লেখযােগ্য নিয়ত বায়ুর নাম পশ্চিমা বায়ু । এই বায়ুটি উভয় গােলার্ধে ৩৫° থেকে ৬০° অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় । দক্ষিণ গােলার্ধে ৪০° অক্ষাংশের পর স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় বায়ুপ্রবাহের গতির ওপর ঘর্ষণজনিত বাধা কম পড়ে ( স্থলভাগে এই বাধা অনেক বেশি ) । এজন্য দক্ষিণ গােলার্ধে ৪০° থেকে ৬০° অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলরাশির ওপর দিয়ে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় কম বাধাপ্রাপ্ত হয় । বিশেষত ৪০° অক্ষাংশের কাছাকাছি এই বায়ুটি সারাবছরই প্রবল বেগে প্রবাহিত হয় । এজন্য দক্ষিণ গােলার্ধের এই অঞ্চলে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ুকে গর্জনশীল চল্লিশা বলে ।
I really proud of google.