বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক

Contents

বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক

index 11
বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক

ভূপৃষ্ঠে মােট সাতটি স্থায়ী বায়ুচাপ বলয় আছে । এর মধ্যে চারটি উচ্চচাপ ও তিনটি নিম্নচাপ বলয় । এগুলি হল— ( ১ ) নিরক্ষীয় নিম্নচাপ বলয় , ( ২ ) উত্তর গােলার্ধের উপক্রান্তীয় ( কর্কটীয় ) উচ্চচাপ বলয় , ( ৩ ) দক্ষিণ গােলার্ধের উপক্ৰান্তীয় ( মকরীয় ) উচ্চচাপ বলয় , ( ৪ ) সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় , ( ৫ ) কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় , ( ৬ ) সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় এবং ( ৭ ) কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় । উল্লিখিত স্থায়ী বায়ুচাপ বলয় সমূহ থাকার জন্য ভূপৃষ্ঠে কতকগুলি বায়ুও সারাবছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে ( নিম্নচাপ বলয় থেকে উচ্চচাপ বলয়ে ) প্রবাহিত হয় । এদের বলে নিয়ত বায়ু । নিয়ত বায়ু প্রধানত তিন প্রকার । যেমন— ( ১ ) আয়ন বায়ু , ( ২ ) পশ্চিমা বায়ু এবং ( ৩ ) মেরু বায়ু । ভূপৃষ্ঠের সাতটি বায়ুচাপ বলয়ের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই তিনটি নিয়ত বায়ু নিম্নলিখিত ভাগে ভাগ হয়ে প্রবাহিত হয় —

আয়ন বায়ু 

উত্তর ও দক্ষিণ গােলার্ধের উপক্ৰান্তীয় ( কর্কটীয় ও মকরীয় ) উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারাবছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় , তাকে আয়ন বায়ু বলে । আয়ন বায়ু দু-প্রকার , যথা : ( i ) উত্তর-পূর্ব আয়ন বায়ু এবং ( ii ) দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু । 

উত্তর-পূর্ব আয়ন বায়ু : 

উত্তর গােলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হবার সময় ফেরেল -এর সূত্র অনুসারে ডানদিকে বেঁকে যায় । একে বলে উত্তর-পূর্ব আয়ন বায়ু । 

দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু : 

দক্ষিণ গােলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে আয়ন বায়ু নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং ফেরেল -এর সূত্র অনুসারে বামদিকে বেঁকে যায় , তার নাম দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু ।

পশ্চিমা বায়ু 

উভয় গােলার্ধের উপক্ৰান্তীয় ( কর্কটীয় ও মকরীয় ) উচ্চচাপ বলয় থেকে যে বায়ু দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় , তাকে বলে পশ্চিমা বায়ু । পশ্চিমা বায়ু দু-প্রকার , যথা— ( i ) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু এবং ( ii ) উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু । 

দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু : 

উত্তর গােলার্ধের উপক্ৰান্তীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ধাবিত হবার সময় ফেরেল -এর সূত্রানুসারে ডানদিকে বেঁকে যায় । একে বলে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু । 

উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু : 

দক্ষিণ গােলার্ধের উপক্ৰান্তীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু ফেরেল -এর সূত্র অনুসারে বামদিকে বেঁকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় । এর নাম উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু । 

মেরু বায়ু 

সুমেরু ও কুমেরুর উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারাবছর মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় , তাকে বলে মেরু বায়ু । মেরু বায়ুও দু-প্রকার , যথা : ( i ) উত্তর-পূর্ব মেরু বায়ু এবং ( ii ) দক্ষিণ-পূর্ব মেরু বায়ু । 

উত্তর-পূর্ব মেরু বায়ু :

উত্তর গােলার্ধের মেরু বায়ু সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে ফেরেল -এর সূত্রানুসারে ডানদিকে বেঁকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় । এর নাম উত্তর-পূর্ব মেরু বায়ু । 

দক্ষিণ-পূর্ব মেরু বায়ু : 

দক্ষিণ গােলার্ধের মেরু বায়ু কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ধাবিত হবার সময় ফেরেল -এর সূত্রানুসারে বামদিকে বেঁকে দক্ষিণ-পূর্ব মেরু বায়ু নামে প্রবাহিত হয় ।

One thought on “বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক

  • August 12, 2022 at 3:04 pm
    Permalink

    It’s a good answer

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!