ইতিহাস

পাইক বিদ্রোহ

Contents

পাইক বিদ্রোহ

কৃষক ও উপজাতি বিদ্রোহের ইতিহাসে ঔপনিবেশিক শাসনের প্রাথমিক প্রতিবাদরূপে এক উল্লেখযােগ্য বিদ্রোহ ছিল পাইক বিদ্রোহ । পাইকরা ছিল আসলে জমিদারশ্রেণির অস্ত্রবাহক ও শান্তিরক্ষক । এদের প্রধান কাজ ছিল বিদ্রোহীদের হাত থেকে জমিদারদের সুরক্ষিত রাখা । জমিদারদের রক্ষকরূপে কাজ করে যা পেত তা দিয়েই তারা নিজেদের জীবন ও জীবিকা চালালেও এরা ছিল কৃষক সম্প্রদায়ভুক্ত । সমাজের নিম্নবর্গের এই মানুষেরা অবশেষে বিদ্রোহী হয়ে উঠেছিল ( ১৮১৭ খ্রি . ), যা পাইক বিদ্রোহ নামে পরিচিত ।

20oriPaika 201647 1
Paika Rebellion

পাইক বিদ্রোহের কারণ

পাইক বিদ্রোহের কারণগুলি হল 一

ভূমিরাজস্ব নীতি : 

ব্রিটিশের ভূমিরাজস্ব নীতির কবলে পড়ে বহু জমিদার তাদের জমিদারি হারালে পাইকরাও তাদের জীবিকা হারাতে থাকে । ফলে তাদের ক্ষোভ গিয়ে পড়ে ব্রিটিশের ওপর ।

জমিদারি বাজেয়াপ্তকরণ : 

ব্রিটিশবিরােধী কাজে লিপ্ত এমন জমিদারদের জমিদারি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করলে পাইকরা তাদের চাকরি হারিয়ে সম্পূর্ণরূপে বেকার হয়ে পড়ে ।

জায়গির বাজেয়াপ্তকরণ : 

বেশ কিছু জমিদারের অধীনস্থ পাইকরা বেতনের পরিবর্তে জায়গির ভােগ করত । ব্রিটিশ জমিদারির সঙ্গে সঙ্গে তাদের জায়গিরগুলিও বাজেয়াপ্ত করায় বিকল্প জীবিকার অভাবে পাইকরা বিদ্রোহী হয়ে ওঠে ।

পাইক বিদ্রোহের প্রসার

১৮১৭ খ্রিস্টাব্দে খুরদার রাজ্যের কর্মচ্যুত সেনাপতি বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে পাইকরা ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে । খুরদারদের নেতৃত্বে বিদ্রোহীরা বহরমপুরের পুলিশ ফাঁড়ি ও ব্রিটিশ কার্যালয় আক্রমণ করে । এই আক্রমণে একশাে জন ইংরেজ মারা যায় । বিদ্রোহীরা সরকারি খাজাঞ্চিখানা লুঠ করে তাতে আগুন ধরিয়ে দেয় । সমগ্র দক্ষিণ ওড়িশা বিদ্রোহীদের দখলে আসে । অবশেষে ব্রিটিশ এক বিশাল সেনাবাহিনী পাঠিয়ে বিদ্রোহ দমন করে।

মন্তব্য

যে সরল সাদাসিধে পাইক সম্প্রদায় জমিদারদের রক্ষকের ভূমিকা পালন করছিল , তারাও বিদ্রোহমুখী হয়ে উঠেছিল তাদের অস্তিত্বের সংকট দেখা দেওয়ায় । তাদের অস্তিত্বের সংকট সৃষ্টিকারী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে ভঙ্গিমায় তারা রুখে দাঁড়িয়েছিল তাতে অত্যাচারী ইংরেজরা পরবর্তী সময়ে পাইকসহ অন্যান্য ভারতীয় রক্ষকশ্রেণির ওপর , বিশেষত ভারতীয় সিপাহিদের প্রতি সন্দিহান হয়ে উঠেছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!