ইতিহাস

পলিগার বিদ্রোহ

Contents

পলিগার বিদ্রোহ

দক্ষিণ ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন – শােষণের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরােধরূপে যে কৃষক বিদ্রোহটি সংগঠিত হয়েছিল তার নাম পলিগার বিদ্রোহ ( ১৭৮৩ খ্রি . ) । পলিগার এই নামটি ব্রিটিশেরই দেওয়া । দক্ষিণ ভারতের বেলারি , কুডাপ্পা , উত্তর আর্কট , কার্নুল , অনন্তপুর , তিন্নিভেল ( তিরুনেলভেলি ) ইত্যাদি অঞ্চলের বাসিন্দা পলিগাররা ব্রিটিশের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছিল ।

download 8
পলিগার বিদ্রোহ

পলিগার বিদ্রোহের কারণ

মূলত দুটি কারণে এই বিদ্রোহ দেখা দেয় ।

ব্রিটিশের শোষণ : 

ব্রিটিশ অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্যে বিভিন্ন জেলাতে রাজস্ব আদায়কারী নিয়ােগ করে । ব্রিটিশের প্ররােচনাতেই রাজস্ব আদায়কারী এইসব মধ্যস্বত্বভােগীর দল যেভাবে পলিগারদের ওপর অত্যাচার করতে থাকে তাতে অতিষ্ঠ হয়ে পলিগাররা বিদ্রোহ ঘােষণা করে ।

আর্কটের নবাবের দায়িত্ব : 

আর্কটের নবাব ব্রিটিশের সঙ্গে এক গােপন রফা করে কোম্পানির হাতে তিরুনেলভেলি জেলার রাজস্ব আদায়ের দায়িত্ব তুলে দেন । নবাবের এই ভূমিকায় ক্ষিপ্ত হয়ে পলিগাররা বিদ্রোহী হয় ।

পলিগার বিদ্রোহের সূচনা ও প্রসার

আর্কটের নবাব কোম্পানিকে তিরুনেলভেলি জেলার রাজস্ব আদায়ের দায়িত্ব দিলেও ( ১৭৮১ খ্রি. ) পলিগারদের আপত্তির জন্য তা কার্যকর হয়নি , পরে ১৭৯২ খ্রিস্টাব্দে নবাব পুনরায় কোম্পানিকে এই দায়িত্ব দেয় । পলিগাররা এর বিরােধিতা শুরু করে । পলিগারদের সঙ্গে যােগ দেয় জেল ভেঙে আসা পালামকোট্টার কারাগারের কৃষকরাও । একে একে নারাঘণ্টি , বেলারি , অনন্তপুর , কুডাপ্পা ও কার্নুলের পলিগাররা বিদ্রোহ ঘােষণা করে । অবশেষে কোম্পানির সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে ( ১৮০১ খ্রি. ) ।

পলিগার বিদ্রোহের অবসান

পলিগাররা শেষরক্ষা করতে পারেনি ; তারা পরাজিত হয় ইংরেজ সেনাবাহিনীর কাছে ( ১৮০১ খ্রি. ) । দুবছর পরে পুনরায় পলিগাররা শক্তি সংগ্রহ করে পাণ্ডেয়ম কাট্টাবােম্বান – এর নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয় । লর্ড ওয়েলেসলি কৰ্ণাটক দখল করে কোম্পানির শাসন প্রতিষ্ঠা করলে দলে দলে পলিগাররা সংঘর্ষে যােগ দেয় । এবারের সংঘর্ষে তারা বহু ইংরেজ সেনা ও সেনাপতিদের হত্যা করে । অবশেষে টমাস মনরাের মধ্যস্থতায় পলিগার বিদ্রোহের অবসান ঘটে ।

পলিগার বিদ্রোহের তাৎপর্য

ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশের বিরুদ্ধে তীব্র জেহাদরূপে যেসব কৃষক বিদ্রোহগুলি সংঘটিত হয়েছিল , সেগুলির মধ্যে পলিগার বিদ্রোহই ছিল সবথেকে রক্তাক্ত ও ভয়ংকর । এই বিদ্রোহে একদিকে যেমন কৃষক – প্রজাদের রক্ত ঝরেছিল , অপরদিকে তেমনি কৃষক – প্রজারা ব্রিটিশ সেনাদের সমপরিমাণ রক্ত ঝরাতে সক্ষম হয়েছিল । তাই ভারতের কৃষক বিদ্রোহের ইতিহাসে পলিগার বিদ্রোহ কে এক রক্তক্ষয়ী সংগ্রাম বলা চলে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!