ইতিহাস

লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন

Contents

লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন

উনিশ শতকের দ্বিতীয় পর্ব থেকে ব্রিটিশ শাসক গােষ্ঠী শিক্ষিত বাঙালির মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার দ্রুত প্রসার দেখে ভীত হয়ে পড়ে । সাম্রাজ্যবাদী স্বৈরাচারী গভর্নর জেনারেল লর্ড কার্জন এই ভীতি থেকেই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন । তিনি বাংলা প্রেসিডেন্সিকে ( ১৯০৫ খ্রি. ১৬ অক্টোবর ) ‘ পূর্ববঙ্গআসাম ’ এবং ‘ বঙ্গদেশ ’ নামে দুটি প্রদেশে ভাগ করেন । পরবর্তী বড়ােলাট মিন্টো বঙ্গভঙ্গের সপক্ষে বলেছিলেন — রাজনৈতিক কৌশলরূপে বঙ্গব্যবচ্ছেদ নিঃসন্দেহে উৎকৃষ্ট ছিল ।

index 5
লর্ড কার্জন

বঙ্গভঙ্গের পিছনে লর্ড কার্জনের উদ্দেশ্য

বঙ্গভঙ্গের সিদ্ধান্তে ব্রিটিশ প্রকাশ্য উদ্দেশ্যরুপে যা ঘােষণা করেছিল তার আড়ালে লুকিয়ে ছিল প্রকৃত কিছু উদ্দেশ্য ।

লর্ড কার্জনের প্রকাশ্য উদ্দেশ্য :

  1. ভৌগােলিক বিচারে আয়তনে ১ লক্ষ ৮৯ হাজার ৯০০ বর্গমাইল এলাকায় প্রায় ৭ কোটি ৮৫ লক্ষ লােকসংখ্যা বিশিষ্ট বঙ্গপ্রদেশটি একজন গভর্নরের অধীনে শাসন করা সম্ভব নয় । তাই সরকারি তরফে বঙ্গভঙ্গের পরিকল্পনা নেওয়া হয় ।
  2. আসামকে বাংলা থেকে আলাদা করে দিলে আসামের সার্বিক উন্নয়ন ঘটবে ।
  3. স্বতন্ত্র প্রদেশরূপে আসাম গঠিত ( ১৮৭০ খ্রি. ) হলেও সেখানে দক্ষ প্রশাসনের অভাব ছিল । আসাম পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হলে সে অভাব পূরণ হবে ।
  4. বাংলার যাবতীয় উন্নয়ন কলকাতাকেন্দ্রিক হওয়ায় পূর্ববঙ্গ , আসাম , ওড়িশায় সেই অর্থে উন্নতির অভাব ছিল । তাই বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গে ঢাকাকে রাজধানী করে উন্নয়ন ঘটানাে  সম্ভব হবে ।
  5. মুসলিমপ্রধান পূর্ববঙ্গ হিন্দুপ্রধান পশ্চিমবঙ্গ থেকে আলাদা অস্তিত্বরূপে আত্মপ্রকাশ করলে চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে মুসলিমদের সুযােগসুবিধা অনেক বেড়ে যাবে ।

লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য :

কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রকৃত উদ্দেশ্য গুলি ছিল —

বাঙালির ঐক্য ও সংহতি বিনাশ :

বঙ্গভঙ্গের মাধ্যমে কার্জন চেয়েছিলেন হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বাঙালির সংহতিকে সমূলে বিনাশ করতে । উনিশ শতক থেকেই বাংলার মনীষীগণ নবজাতীয়তাবােধ ও নবজাগরণের যে সূচনা ঘটিয়েছিলেন তার প্রভাব পড়েছিল সারা ভারতবর্ষেই । বাংলার ঐক্যের বিনাশের প্রয়ােজন প্রসঙ্গে রিজলি এক অফিসিয়াল নােট – এ লিখেছিলেন — ঐক্যবদ্ধ বাংলা এক বিরাট শক্তি । বাংলা বিভক্ত হলে এই ঐক্য থাকবে না । আমাদের লক্ষ্য সংঘবদ্ধ শত্রুপক্ষকে খণ্ড করে দুর্বল করে ফেলা ।

জাতীয় কংগ্রেসকে দুর্বল করা :

জাতীয় কংগ্রেসের প্রাণকেন্দ্র ছিল কলকাতা । তখন কলকাতা থেকেই কংগ্রেস দল সমগ্র ভারতে আন্দোলন পরিচালনা করত । তাই কার্জন চেয়েছিলেন বঙ্গ বিভাজনের দ্বারা পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে আলাদা করে দিয়ে কলকাতা কেন্দ্রিক জাতীয় কংগ্রেসের কার্যকলাপের ওপর আঘাত হানতে ।

ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি :

বাংলা দেশ ভাগের মাধ্যমে বাঙালি হিন্দু ও বাঙালি মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঘটিয়ে পরােক্ষভাবে ভারতীয় জাতীয়তাবাদকে হীনবল ও পঙ্গু করে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি করতে চেয়েছিলেন কার্জন । জাতীয়তাবাদীদের মতে — সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসন ও বিভাজনের নীতিকে আড়াল করার জন্যই প্রশাসনিক সুবিধাগত যুক্তিগুলি উপস্থাপিত করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!