ইতিহাস

যুগ বিভাগ

যুগ বিভাগ

world history 2
যুগ বিভাগ

মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিজ্ঞানসম্মত বিশ্লেষণকে ইতিহাস বলা হয়। মানব সভ্যতার ইতিহাস নানারকম রোমাঞ্চকর কাহিনীতে সুদূরপ্রসারি যা পর্যবেক্ষণ করলে মনে হয় বিশ্বকর্মাকে হার মানাতে মানাতে ভাঙা-গড়ার লীলাখেলায় কখনো সে সৃষ্টির বিপুল জোয়ারে মানব সমাজকে সমৃদ্ধিতে ভাসিয়ে দিয়েছে ; আবার কখনো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য নিরীহ-অসহায় মানুষের জীবনকে অকাতরে বলি দিয়ে ইতিহাসকে কলুষিত করতে তার হাত কাঁপেনি। কিন্তু বহতা নদীর ন‍্যায় সভ্যতা-সংস্কৃতির এই ভাঙ্গা-গড়ার ইতিহাস নিরবচ্ছিন্ন। তাই আক্ষরিক অর্থে ইতিহাসকে বিভক্ত করা যায় না। তবুও ইতিহাস-রচনা ও পাঠের সুবিধার্থে বিবর্তনের সূত্র ধরে ঐতিহাসিকেরা ইতিহাসকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। যথা ー প্রাচীন যুগ, মধ্যযুগ আধুনিক যুগ। বস্তুত অর্থনৈতিক বিধি ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে লোকচক্ষুর অন্তরালে সমাজব্যবস্থার রূপান্তর ঘটেছে। বীজ থেকে যেমন অঙ্কুরোদগম ঘটে তেমনি উৎপাদনের নবীন ধারা পুরনো কাঠামোকে বিদীর্ণ করে এক একটি নতুন সমাজের জন্ম দেয়। আর্থিক ব্যবস্থা অনুযায়ীই এই যুগ-বিভাগ করা হয়েছে।

  • প্রাচীন যুগ ー দাস-শ্রম ভিত্তিক অর্থনীতি।
  • মধ্য যুগ ー কৃষিভিত্তিক অর্থনীতি।
  • আধুনিক যুগ ー শিল্প ও বাণিজ্য নির্ভর অর্থনীতি।                                                                                                                                                                                                                                          

মানব সভ্যতার যুগবিভাগ

প্রাচীন যুগ : প্রাগৈতিহাসিক ー 476 খ্রিস্টাব্দ

মধ্যযুগ : 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ

আধুনিক যুগ : 1453 খ্রিস্টাব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!