আদর্শ যন্ত্র ও কর্মদক্ষতা
Contents
আদর্শ যন্ত্র ও কর্মদক্ষতা

যন্ত্র :
যে ব্যবস্থার সাহায্যে সামান্য বল প্রয়ােগ করে বেশি বাধা অতিক্রম করা যায় , তাকে যন্ত্র বলে ।
যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধাসমূহ :
যন্ত্রের সাহায্যে সাধারণত তিন প্রকার বাধা অতিক্রম করা হয় —
1. অভিকর্ষ বলের বাধা ,
2. ঘর্ষণ বলের বাধা এবং
3. পদার্থের জাড্যের বাধা ।
যন্ত্র শক্তি বৃদ্ধি করতে অক্ষম :
যন্ত্রের সাহায্যে কম বল প্রয়ােগ করে অনেক বেশি বাধা অতিক্রম করা যায় । কিন্তু যন্ত্রের সাহায্যে শক্তির পরিমাণ বাড়ানাে যায় না ।
আদর্শ যন্ত্র
যে যন্ত্রের কর্মদক্ষতা 100 % , অর্থাৎ যে যন্ত্রে প্রযুক্ত কার্যের সমান কার্য যন্ত্র থেকে পাওয়া যায় , তাকে আদর্শ যন্ত্র বলে ।
যান্ত্রিক সুবিধা
অতিক্রান্ত বাধা ( W ) এবং প্রযুক্ত বলের ( P ) অনুপাতকে যন্ত্রের যান্ত্রিক সুবিধা বলে ।
যান্ত্রিক সুবিধা = অতিক্রান্ত বাধা ÷ প্রযুক্ত বল = W ÷ P
কর্মদক্ষতা
যন্ত্র থেকে প্রাপ্ত কার্য বা শক্তি এবং যন্ত্রে প্রযুক্ত কার্য বা শক্তির অনুপাতকে যন্ত্রের কর্মদক্ষতা বলে । কর্মদক্ষতাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয় ।
∴ কর্মদক্ষতা = যন্ত্র থেকে প্রাপ্ত কার্য বা শক্তি ÷ যন্ত্রে প্রযুক্ত কার্য বা শক্তি X 100 %