ইতিহাস

ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের 1818 খ্রিস্টাব্দের গুরুত্ব

Contents

ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের 1818 খ্রিস্টাব্দের গুরুত্ব

ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পথে শেষ বিরােধী শক্তি মারাঠারাও তৃতীয় ইঙ্গ – মারাঠা যুদ্ধে ( 1818 – 18 খ্রি . ) বিধ্বস্ত হয়ে যায় । দ্বিতীয় বাজিরাও – এর রাজ্য এবং মারাঠা সামন্তরাজ্যের প্রায় সমগ্র অঞ্চল‌ই ব্রিটিশরা গ্রাস করে । এইভাবে 1818 খ্রিস্টাব্দ মারাঠাদের পতন ভারতে ইংরেজ শক্তিকে দুর্বার করে তােলে । তাই পার্সিভ্যাল স্পিয়ার  1818 খ্রিস্টাব্দকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে ‘জলবিভাজিকা ‘ বলে অভিহিত করে বলেছেন — ওই বছর ভারতের অভ্যন্তরে ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যে রূপান্তরিত হয় ( ‘ In that year the British dominion in India became British dominion of India ’ ) ।

oqpvnpomai 1508914101 1

1818 খ্রিষ্টাব্দের গুরুত্ব

1818 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতি ও পদ্ধতিগত কিছু পরিবর্তন ঘটানাে শুরু হয়一

পেশােয়া পদের বিলুপ্তিতে : 

পরাজিত পেশােয়া দ্বিতীয় বাজিরাও আত্মসমর্পণ করলে গভর্নর জেনারেল লর্ড ময়রা বা লর্ড হেস্টিংস পেশােয়া – পদ বিলােপ করেন । দ্বিতীয় বাজিরাও পদচ্যুত ও নির্বাসিত হন ।

মুদ্রার পরিবর্তনে : 

দীর্ঘদিন ধরে শাসন করা মােগল সম্রাটদের বিভিন্ন কর্তৃত্ব মুছে ফেলার চেষ্টা শুরু হয় । মুদ্রা থেকে মােগল সম্রাটের নাম তুলে দেওয়া হয় । গভর্নর জেনারেলের সিলমােহরে এতদিন লেখা থাকত ‘সম্রাটের দাস‘ ( Servant of Emperor ) এই কথাটি । এখন থেকে এই কথাগুলি মুছে সিলমােহর বের করা হয় ।

মােগল সম্রাটের বাসস্থান পরিবর্তনে : 

মােগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ‌্কে লালকেল্লা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেন লর্ড এলেনবরালর্ড ডালহৌসি

রাজ্য গ্রাস নীতির পরিবর্তনে : 

রাজ্য দখল নীতিতেও কিছু পরিবর্তনের চেষ্টা করে ব্রিটিশ কর্তৃপক্ষ । 1818 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ব্রিটিশ যুদ্ধ জয়ের মাধ্যমে রাজ্য বিস্তারনীতি গ্রহণ করেছিল । কিন্তু 1818 খ্রিস্টাব্দের পর থেকে শুধুমাত্র ঘােষণাপত্র জারির মাধ্যমে একের পর এক রাজ্যের , যেমন — পাঞ্জাব , সিন্ধু , অযােধ্যার অবশিষ্ট অংশসহ বিভিন্ন রাজ্য দখল করতে শুরু করে ।

মন্তব্য

1818 – 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত সমগ্র ভারত জুড়ে ব্রিটিশ রাজশক্তির প্রসার ঘটে । মূলত 1818 খ্রিস্টাব্দের পর থেকে লর্ড আমহার্স্ট , লর্ড এলেনবরা , লর্ড হার্ডিঞ্চ থেকে শুরু করে লর্ড ডালহৌসি পর্যন্ত প্রতিটি সাম্রাজ্যবাদী শাসক এক পরিবর্তিত ঔপনিবেশিক নীতির দ্বারা ঔপনিবেশিক শাসন কায়েম রাখার চেষ্টা চালান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!