বৃদ্ধির হার কাকে বলে
বৃদ্ধির হার কাকে বলে

কোনো নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জীবদেহের বৃদ্ধির মাত্রাকে বৃদ্ধির হার বলে।
জীবের বৃদ্ধি সারা জীবন সমান হারে হয় না। জীবের জীবনের বিভিন্ন পর্যায়ে বৃদ্ধির হারের তারতম্য দেখা যায়। বৃদ্ধিকে সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়, যেমন-বিলম্বকাল বা ল্যাগ দশা, মুখ্য বৃদ্ধিকাল বা লগ দশা, হ্রাসকাল এবং স্থির দশা।
প্রাথমিক অবস্থায় অর্থাৎ বৃদ্ধির শুরুতে বৃদ্ধির হার তুলনামূলক ভাবে কম থাকে।বৃদ্ধির এই প্রাথমিক পর্যায়কে বিলম্বকাল বা ল্যাগ দশা (Lag phase) বলে।
বিলম্বকালের পর থেকে বৃদ্ধি দ্রুত হারে সম্পন্ন হয়। একে মুখ্য বৃদ্ধি কাল বা লগ দশা (log phase) বলে। এই বৃদ্ধিতে প্রাণীদেহের সব কলা ও অঙ্গ অংশগ্রহণ করে। উদ্ভিদের মতো শুধুমাত্র কতকগুলি নির্দিষ্ট অঙ্গের বৃদ্ধি হয় না। প্রাণীদেহের সব অঙ্গের বৃদ্ধি হতে থাকে। তবে সব অঙ্গের বৃদ্ধি একই হারে হয় না। কোনো কোনো অঙ্গের বৃদ্ধি দ্রুতগতিতে আবার কোনো অঙ্গেব বৃদ্ধি ধীর গতিতে হয়। উদাহরণ দিয়ে বলা যায়, মানুষের ক্ষেত্রে শিশু অবস্থা থেকে প্রাপ্তবয়স্কে পৌঁছানোর সময় মাথা অপেক্ষা ধর , হাত ও পা দ্রুত গতিতে বাড়ে।
এর পরবর্তী পর্যায়ে বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পায়। একে হ্রাস দশা (Decelerating phase) বলা হয়। সব শেষে বৃদ্ধি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই দশাকে স্থির দশা বা স্থিতিশীল দশা (Stationary phase) বলে। এই দশায় বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব শর্ত ধ্রুবক থাকে। বিভিন্ন পর্যায় অনুযায়ী বৃদ্ধিব হাব ও সময়ের অনুপাত নির্ভর লেখচিত্র ((iraph) তৈরি করলে সেটি ইংবেজি বর্ণ S’-এর মতো দেখায়। বৃদ্ধির এই ধরনের লেখচিত্রকে সিগময়েড কার্ভ (Sigmond curve) বলে।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা