ইতিহাস

দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের ফলাফল

Contents

দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের ফলাফল

ভারতে কৃষক বিদ্রোহের ইতিহাসে ১৮৭৫ খ্রিস্টাব্দের দাক্ষিণাত্যের মহাজন – বিরােধী সংগ্রাম গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে । ব্রিটিশের ছত্রছায়ায় লালিতপালিত সাউকারদের বিরুদ্ধে দাক্ষিণাত্যের কৃষকদের জেহাদ ব্রিটিশের টনক নড়িয়েছিল । ব্রিটিশ বুঝেছিল এদের ক্ষোভকে প্রশমিত করতে না পারলে এরকম বিদ্রোহ ভবিষ্যতে আরও অনেক ঘটবে ।

unnamed 6
কৃষক বিদ্রোহ


দাক্ষিণাত্য দাঙ্গা কমিশন নিয়োগ

প্রত্যক্ষ ভাবে ব্রিটিশ বিরােধী না হলেও এই বিদ্রোহ সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারকে সন্ত্রস্ত করে তােলে । তাই এই বিদ্রোহের কারণ অনুসন্ধান ও তার প্রতিকারের জন্য সরকার ১৮৭৬ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য দাঙ্গা কমিশন ( Deccan Riot Commission ) নিয়ােগ করে ।

দাক্ষিণাত্য কৃষি ত্রাণ আইন প্রবর্তন

দাক্ষিণাত্য দাঙ্গা কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে ১৮৭৯ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য কৃষি ত্রাণ আইন ( Deccan Agriculturist Relief Act ) প্রবর্তিত হয় । ওই আইনে চাষিদের ঋণের দায়ে গ্রেফতার নিষিদ্ধ হয় , জমি হস্তান্তরগত বাধানিষেধ আরােপিত হয় এবং দরকার হলে আদালতে মহাজনদের দলিলপত্র পরীক্ষা করে দেখার ব্যবস্থা করা হয় । ড. নরহরি কবিরাজের  মতে , এই আইনের ফলে মহাজনদের তেজারতি কারবার ক্ষতিগ্রস্ত হয় ।

সুদের হার হ্রাস

মহাজনদের সুদের হার যুক্তিসম্মতভাবে কমানাের নির্দেশ দেওয়া হয় ।

সাময়িক শান্তি

মহাজনরা দীর্ঘদিন পর গ্রামে ফিরেও পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেনি । ফলে দাক্ষিণাত্যের কৃষকরা বেশ কিছুদিন তাদের শােষণ ও উৎপীড়নের হাত থেকে রেহাই পেয়ে সাময়িক শান্তির জীবন ফিরে পেয়েছিল ।

কৃষকদের স্বার্থরক্ষা

কৃষক ও সাউকারদের মধ্যে সম্পাদিত পুরােনাে কৃষিঋণ ( তাক্কাভি ) বাতিল করা হয় । মহাজনরা কৃষকদের সুদের বিনিময়ে যেসব কৃষিজ – সরঞ্জাম দিয়েছিল , সেগুলি আর ফেরত দিতে হবে না বলে নির্দেশ দেওয়া হয় ।

উপসংহার

দাক্ষিণাত্য কৃষি ত্রাণ আইন ভারতীয় কৃষি ও কৃষকের বাস্তব মর্মান্তিক অবস্থার সরকার স্বীকৃত দলিল হয়ে আছে , দাক্ষিণাত্য বিদ্রোহের এটিও অন্যতম গুরুত্বপূর্ণ দিক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!