দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের প্রকৃতি বা বৈশিষ্ট্য
Contents
দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের প্রকৃতি বা বৈশিষ্ট্য
ভারতের কৃষক বিদ্রোহের ইতিহাসে মহাজন বিরােধী তীব্র এক আন্দোলনরূপে ১৮৭৫ খ্রিস্টাব্দের দাক্ষিণাত্য বিদ্রোহ বিশিষ্ট স্থানের অধিকারী । গ্রামাঞ্চলে নিরীহ , অসহায় কৃষকরা যেভাবে একজোট হয়ে মারাঠি , গুজরাতি ও মাড়ােয়ারি সাউকার বা মহাজনদের বিরুদ্ধে জেহাদ ঘােষণা করেছিল তার তুলনা বিরল । এই কৃষক বিদ্রোহটির প্রকৃতি বিশ্লেষণে দেখা যায় এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য ছিল ।

ঋণের প্রমাণপত্র লোপ
বিদ্রোহীদের প্রধান লক্ষ্য ছিল মহাজনদের গদি , বাড়ি , দোকানপাট সব ভস্মীভূত করে শােষণের হাতিয়ার — ঋণের চুক্তিনামা , দলিল ও হিসাবের খাতাপত্র ধ্বংস করে ফেলা । কারণ ওইগুলির দ্বারাই মহাজনগােষ্ঠী তাদের নিঃশেষ করে দিত ।
বিদ্রোহের ব্যাপকতা
বিদ্রোহের ব্যাপকতা ও বিদ্রোহী কৃষকদের মধ্যে প্রবল উত্তেজনা থাকলেও সেই তুলনায় মহাজনদের প্রাণহানি ছিল খুবই কম ( মাত্র পাঁচ জন ) ।
আইনের প্রতি আনুগত্য
এই বিদ্রোহে অংশগ্রহণকারী নিম্নশ্রেণির কুনবি চাষিদের প্রকৃতি দুর্ধর্ষ হলেও মহাজনদের হাতে সর্বস্বান্ত কিছু সম্পন্ন কৃষক ও নেতৃস্থানীয় ব্যক্তি এই বিদ্রোহে যােগদান করায় এবং গ্রামের শিক্ষিত মানুষের সমর্থন থাকায় এই বিদ্রোহটি রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত হয়নি ; কারণ আইনের প্রতি ওইসব মানুষের একটা স্বাভাবিক আনুগত্য ছিল ।
কৃষক সমস্যা কেন্দ্রিক
এই বিদ্রোহ কোনাে ব্রিটিশ বিরােধী সংগ্রামের রাজনৈতিক আদর্শ দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত হয়নি । আগাগােড়া এই বিদ্রোহটি কৃষকদের সমস্যাকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছিল ।
মহাজনদের বয়কট
বিদ্রোহী কৃষকদের মূল ক্রোধ ছিল মাড়ােয়ারি ও গুজরাতি মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহীরা প্রথমে মারাঠি , গুজরাতি , মাড়ােয়ারি সাউকারদের বিরুদ্ধে সামাজিক বয়কট শুরু করে । তাদের থেকে সব জিনিসপত্র কেনা তারা বন্ধ করে দেয় । নিজেরাই গ্রামে দোকান খুলে বসে নিত্যপ্রয়ােজনীয় জিনিস কেনাবেচা শুরু করে । গ্রামবাসীদের এই ভূমিকায় মহাজনরা এক ঘরে হয়ে পড়ে ।
উপসংহার
মহাজন সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহীদের তীব্র জেহাদ দাক্ষিণাত্য বিদ্রোহকে ইতিহাসে এক বিশিষ্ট স্থান দান করেছে । নতুন ভূমি ব্যবস্থার সুফলরূপে ব্রিটিশের ভাবনায় এক আঘাত হেনেছিল এই বিদ্রোহ । এই বিদ্রোহের মাধ্যমে কৃষকশ্রেণি সংঘবদ্ধ হয়ে নিজেদের স্বার্থরক্ষার ব্যাপারে যে নিদর্শন রেখেছিল , তা ছিল পরবর্তী কৃষক বিদ্রোহগুলির কাছে দিশারিস্বরূপ ।
ভালো ইনফরমেটিভ আর্টিকেল।