অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে
অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে শিঙি , মাগুর প্রভৃতি জিয়ল মাছেদের ফুলকা ছাড়াও একটি বিশেষ ধরনের শ্বাসযন্ত্র থাকে । একে অতিরিক্ত শ্বাসযন্ত্র বলে । এই অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে জিয়ল মাছেদের ডাঙায় তোলার পরেও বাতাস থেকে সহজে শ্বাসগ্রহণ করে বেঁচে থাকতে পারে । খাল , বিল , ডোবার জলে কম পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকায় মাঝে মাঝে এদের …