গ্যারিবল্ডির অবদান
Contents
গ্যারিবল্ডির অবদান
ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি – শিষ্য জোসেফ গ্যারিবল্ডির ( ১৮০৭-১৮৮২ খ্রি. ) অবদান ছিল অবিস্মরণীয় । খাঁটি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি ইতালির মুক্তিযুদ্ধে নিজেকে উৎসর্গ করেন । ইতালির স্বাধীনতালাভই গ্যারিবল্ডির জীবনে প্রধান ও একমাত্র ব্রত ছিল । ঐতিহাসিক কেটেলবির মতে — সাধুরা যেমন ঈশ্বরে বিশ্বাস করেন তিনি তেমনই ইতালিতে ( ইতালির ঐক্যে ) বিশ্বাস করতেন (‘ He believed in Italy as saints believed in God ’) ।

গ্যারিবল্ডির আদর্শ
এক স্বাধীনচেতা কর্মযােগী পুরুষরূপে গ্যারিবল্ডির আদর্শ ছিল সশস্ত্র সংঘর্ষের মাধ্যমে ইতালির জাতীয় ঐক্যগঠন ও স্বাধীনতার স্বপ্ন রূপায়ণ । তিনি আপস – মীমাংসায় বিশ্বাসী ছিলেন না । সাধারণ রাজনৈতিক নেতার মতাে দলগঠন ও কূটনীতি প্রয়ােগের দ্বারা রাজনৈতিক উদ্দেশ্যসাধনে তাঁর আগ্রহ ছিল না । সুতীক্ষ্ণ বুদ্ধির অধিকারী না হয়েও তিনি ছিলেন আবেগপ্রবণ ও দুঃসাহসিক ।
গ্যারিবল্ডির প্রথম জীবন
গ্যারিবল্ডি ১৮০৭ খ্রিস্টাব্দে ইতালির নিস্ নামক অঞ্চলে জন্মগ্রহণ করেন । ম্যাৎসিনির থেকে দুই বছরের ছােটো এবং ক্যাভুরের থেকে তিন বছরের বড়াে গ্যারিবল্ডিকে তাঁর পিতা – মাতা পুরােহিতরূপে গড়ে তুলতে চাইলেও তিনি প্রথম জীবনে নাবিক পদে যােগ দেন । কিন্তু অচিরেই চাকুরি ছেড়ে তিনি জাতীয় মুক্তি আন্দোলনে নিজেকে নিয়ােজিত করেন ।
রােম প্রজাতন্ত্রে আনুগত্য
গ্যারিবল্ডি প্রথম জীবনে কিছুদিন দক্ষিণ আমেরিকায় কাটানাের পর ইতালিতে ফিরে আসেন ও মুক্তি আন্দোলনে যােগ দেন । ফেব্রুয়ারি বিপ্লবের সময়কালে তিনি কিছুদিন পিডমন্টের রাজা চার্লস অ্যালবার্টের হয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করেন । কিন্তু এই যুদ্ধে অস্ট্রিয়া জয়লাভ করলে গ্যারিবল্ডি রােমে চলে আসেন এবং রােম প্রজাতন্ত্র রক্ষার জন্য আত্মনিয়ােগ করেন । তৃতীয় নেপােলিয়নের নির্দেশে ফরাসি সেনাবাহিনী রােম আক্রমণ করলে গ্যারিবল্ডি অসীম বীরত্বের পরিচয় দিয়ে প্রায় পাঁচ হাজার প্রজাতান্ত্রিক সৈন্যকে ফরাসি বাহিনীর হাত থেকে মুক্ত করেন । তাঁর এই সাহসী লড়াই ইতালিবাসীর কাছে তাঁকে জনপ্রিয় করে তােলে ।
মধ্য ইতালির সংযুক্তি
ক্যাভুরের নেতৃত্বে ইতালিতে মুক্তিযুদ্ধ শুরু হলে গ্যারিবল্ডিও তার অংশীদার হন । কিন্তু তৃতীয় নেপােলিয়নের সঙ্গে ক্যাভুরের গােপন চুক্তিমতাে মধ্য ইতালিকে পিডমন্টের সঙ্গে সংযুক্তির বিনিময়ে স্যাভয় ও নিস্ অঞ্চল দুটি ফ্রান্সকে প্রদানের সিদ্ধান্তে গ্যারিবল্ডি ক্যাভুরের তীব্র বিরােধিতা করেন । এমনকি তিনি গণভােটের ব্যালট বাক্সগুলি ধ্বংসেরও হুমকি দেন । এই অবস্থায় ক্যাভুর গ্যারিবল্ডিকে মধ্য ইতালি থেকে সরিয়ে দেওয়ার জন্য দক্ষিণ ইতালির সিসিলি অভিযানে উৎসাহিত করেন ।
গ্যারিবল্ডির দক্ষিণ ইতালিতে প্রাধান্য প্রতিষ্ঠা
সিসিলি জয় :
উত্তর ও মধ্য ইতালি পিডমন্টের সিংহাসনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হলে দক্ষিণ ইতালিতেও জাতীয়তাবাদী বিদ্রোহ দেখা দেয় । দক্ষিণ ইতালি বলতে তখন সিসিলি ও নেপলস রাজ্যকে বােঝাত । দক্ষিণের বিদ্রোহীরা বীর গ্যারিবল্ডিকে তাদের সাহায্যের জন্য আমন্ত্রণ জানালে গ্যারিবল্ডি তাঁর এক হাজার ‘ লাল কোর্তা ’ সঙ্গী নিয়ে জেনােয়া থেকে যাত্রা করে সিসিলিতে পৌঁছোন । গ্যারিবল্ডি সিসিলিতে পৌঁছেলে সেখানকার নির্যাতিত কৃষক সম্প্রদায় তাঁর পক্ষে যােগদান করে । গেরিলা ও কৃষক বাহিনীর সাহায্যে গ্যারিবল্ডি ছয় সপ্তাহের মধ্যে ২৫ হাজার সেনাবিশিষ্ট বুরবোঁ সেনাবাহিনীকে পরাজিত করেন । পালেরমাে অঞ্চল করায়ত্ত করে গ্যারিবল্ডি নিজেকে সেখানকার ডিকটেটর ঘােষণা করেন । এরপর মিজো নামক যুদ্ধে বুরবোঁ সেনাদের প্রতিরােধকে ব্যর্থ করে দিয়ে সমগ্র সিসিলি অঞ্চলের ওপর নিজের অধিকার প্রতিষ্ঠা করেন ।
নেপলস জয় :
গ্যারিবল্ডির সিসিলি অধিকারের সাফল্যে ক্যাভুর প্রমাদ গােনেন । ক্যাভুর এই আশঙ্কা করেন গ্যারিবল্ডি নেপলস জয় করে এক আলাদা প্রজাতন্ত্র গঠন করবেন । সেক্ষেত্রে ইতালির ঐক্য আন্দোলন ভেঙে পড়বে । গ্যারিবল্ডিকে বাধা দেওয়ার জন্য ক্যাভুর নেপলসের নৌবাহিনীকে গােপনে মদত দেন । গ্যারিবল্ডি সব প্রতিরােধ ভেঙে তরিনাে এবং ফ্রাঙ্কলিন নামক দুটি জাহাজে করে তার সেনাদল নিয়ে নেপলসে এসে পৌঁছেন । এর পাশাপাশি তিনি সিসিলি অঞ্চলের গেরিলা কৃষক – সেনাদেরও নেপলসে নিয়ে আসেন । এরপর তিনি নেপলসের বুরবোঁ বাহিনীকে পরাজিত করে নেপলস অধিকার করে নেন এবং নিজেকে সেখানকার ডিকটেটর ঘােষণা করেন ।
নেপলস ও সিসিলির অধিকার ত্যাগ :
দক্ষিণ ইতালিতে এক স্বাধীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাই তাঁর চূড়ান্ত লক্ষ্য — গ্যারিবল্ডি এই ঘােষণা করলে ইতালির ঐক্য আন্দোলন এক সংকটের মুখােমুখি হয় । ক্যাভুরের পরামর্শ মেনে ভিক্টর ইমান্যুয়েল রােম বাদে পােপের রাজ্য জয় করেন এবং নেপলসে এসে সিসিলি ও নেপলসের আনুগত্যের দাবি তােলেন । দেশপ্রেমিক ও ইতালির জাতীয় ঐক্যে বিশ্বাসী গ্যারিবল্ডি গৃহযুদ্ধ এড়ানাের জন্য ইতালির ওই দুটি রাজ্য ভিক্টর ইমান্যুয়েলের হাতে তুলে দেন ( নভেম্বর , ১৮৬০ খ্রি. ) । এরপর তিনি ক্যাপরেরা দ্বীপে স্বেচ্ছানির্বাসনে চলে যান । রক্তাক্ত গৃহযুদ্ধ থেকে ইতালি রক্ষা পায় ।
মূল্যায়ন
ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে আছে । গ্যারিবল্ডির দেশপ্রেম ছিল একনিষ্ঠ আদর্শবাদের থেকেও অনেক বড়াে । ব্যাক্তিস্বার্থকে তুচ্ছ করে তিনি সর্বদা দেশের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন । এই নিরভিমানি দেশপ্রেমিকটির মতাে আত্মত্যাগের নিদর্শন সমগ্র বিশ্বের ইতিহাসে খুব বেশি নেই ।