ভৌত বিজ্ঞান

গতির প্রকারভেদ ( Types of motion )

গতির প্রকারভেদ ( Types of motion )

বস্তুর গতি মূলত দুইপ্রকার — চলনঘূর্ণন । অন্য সকল প্রকার গতিকে এই দুই গতির  সমন্বয়ে গঠিত বলে ভাবা যায় । কোনাে বস্তু সরলরেখা বরাবর চলতে থাকলে  তার গতিকে চলন বলে । এই গতিতে বস্তুর প্রত্যেকটি কণা একই দিকে একই বেগে সমান্তরালভাবে একই দূরত্ব অতিক্রম করে । যেমন — উপর থেকে অবাধে পতনশীল পাথরখণ্ডের গতি হল চলন গতি ।

00000918
Types of motion

কোনাে বস্ত একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে বৃত্তাকার পথে ঘুরলে তার গতিকে ঘূর্ণন গতি বলে । যেমন – বৈদ্যুতিক পাখার গতি, লাটিমের গতি ইত্যাদি হল ঘূর্ণন গতি । কোনাে বস্তুর একইসাথে চলন ও ঘূর্ণন গতি থাকলে তাকে মিশ্র বা জটিল গতি বলে । যেমন — চলন্ত গাড়ির চাকার ঘূর্ণন গতি হয়  এবং চলনের জন্য সেটি এগিয়ে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!