একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পেতে, তা মানে মূল্যে ১০/১০০ = ০.১০ গুন হবে।
প্রথম বছরের পর, মেশিনের মূল্য হবে:
১,৮০,০০০ টাকা – (১,৮০,০০০ টাকা * ০.১০) = ১,৮০,০০০ টাকা – ১৮,০০০ টাকা = ১,৬২,০০০ টাকা
দ্বিতীয় বছরের পর, মেশিনের মূল্য হবে:
১,৬২,০০০ টাকা – (১,৬২,০০০ টাকা * ০.১০) = ১,৬২,০০০ টাকা – ১৬,২০০ টাকা = ১,৪৫,৮০০ টাকা
তৃতীয় বছরের পর, মেশিনের মূল্য হবে:
১,৪৫,৮০০ টাকা – (১,৪৫,৮০০ টাকা * ০.১০) = ১,৪৫,৮০০ টাকা – ১৪,৫৮০ টাকা = ১,৩১,২২০ টাকা
তাহলে, ৩ বছর পর মেশিনের মূল্য হবে ১,৩১,২২০ টাকা।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা